সিভিক রিয়েল এস্টেট লিমিটেডের সাথে ১২ মার্চ ২০২২ তারিখে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (BWAB) এর হাউজিং প্রকল্পের জন্য জমি সংগ্রহের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জমিটি সরকারের সেক্টর-২৮-এর প্রকল্পসংলগ্ন এবং রাজউক পূর্বাচল নিউ টাউনের অনুমোদিত।
ছবিতে দেখা যাচ্ছে BWAB সভাপতি কাজী মোঃ শফিকুর রহমান সিভিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেনের সাথে দলিল/চুক্তি বিনিময় করছেন। আরও উপস্থিত ছিলেন BWAB উপদেষ্টা মোহাম্মদ হোসেন, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক, BWAB ইসি সদস্য এবং সিভিক রিয়েল এস্টেট কর্মকর্তারা।